পেজ লে-আউট (page layout) হলো এম এস ওয়ার্ডের তৃতীয় ট্যাব মেন্যু। এই ট্যাব মেন্যুর মধ্যে আছে পেজ সেট-আপ এর জন্য বা পেজ কে সুন্দর ভাবে সাজানোর জন্য বিভিন্ন উপকরন। সাধারনত একটি ডকুমেন্ট তৈরি করার জন্য পেজ লেইআউট এর গুরুত্ব অনেক। MS word bangla তে আমরা জানবো এম এস ওর্য়াডের পেজ লে আউটের বিভিন্ন কমান্ড সমূহ।