ফর্মুলা (Formula) : ফর্মুলা হল এক বা একাধিক সেল অ্যাড্রেস বা সেলের মধ্যে উপযুক্ত সংখ্যাগুলির মধ্যেকার বিভিন্ন গাণিতিক অপারেশন। ফর্মুলা ব্যবহার করে এক বা একাধিক সেলের সংখ্যাগুলির যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল ইত্যাদি সহজ গাণিতিক অপারেশন। Accounting, Finance, Statistical, Engineering প্রভৃতি জটিল গণনার কাজও সম্পন্ন করা হয়। ফর্মুলা লেখার নিয়মটি হল -
i. Worksheet-এর যে সেলে ফর্মুলা লিখতে হবে সেই সেলটি সিলেট করতে হবে।
ii. এরপর = চিহ্ন কী-বোর্ড থেকে টাইপ করতে হবে।
iii. এরপর প্রথম সেলের অ্যাড্রেস টাইপ করতে হবে।
iv. এরপর প্রয়োজনীয় গাণিতিক Operator (+ - * /ইত্যাদি) টাইপ করতে হবে।
v. এবার পরবর্তী সেল অ্যাড্রেস টাইপ করতে হবে।
vi. সবশেষে Enter প্রেস করতে হবে এবং সেলে ফলাফল প্রদর্শিত হবে।