ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি (প্রথম অধ্যায়)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

ফার্ম মেশিনারি ট্রেড বর্তমান বিশ্বে কৃষির পাশপাশি বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে প্রয়োগের মাধ্যমে এর কার্যকারিতা প্রমাণে সক্ষমতার পরিচয় দিচ্ছে । কৃষি ক্ষেত্রে আধুনিক যে সব মেশিন, যন্ত্রপাতি ও ফসলের উন্নত জাত আবিষ্কৃত হচ্ছে তা এই ফার্ম মেশিনারি বিভাগ থেকেই হচ্ছে। তাই এ অধ্যায় ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি ও কার্যপরিধি, ফার্ম মেশিনারি ট্রেডের ক্ষেত্র, ফার্ম মেশিনারি ট্রেডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

common.content_added_by

ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি ও কার্যপরিধি (Farm Machinery Trade Contacts and Reference) (১.১)

ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি (Introduction to Farm Machinery Trade): 
সভ্যতার অগ্রগতি ও ক্রমবিকাশের সাথে সাথে আমাদের সমাজ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন পরিবর্তন এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এ পরিবর্তন হচ্ছে আরো দ্রুত গতিতে। উন্নয়নের এ গতিময় ধারায় বর্তমান বিশ্বে কৃষি ও শিল্পে উন্নয়নের ক্ষেত্রে ফার্ম মেশিনারি শপ ও মেশিনারি বিরাট ভূমিকা পালন করছে । আধুনিক কৃষিতে ফার্মট্রেড একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। ফার্ম বা কৃষি খামারে যেসব কল-কারখানা বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার সুষ্ঠু ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নির্ভর করে ফার্ম মেশিনারি ট্রেডের সঠিক প্রয়োগের উপর। আমরা জানি, বর্তমান বিশ্বে কৃষি উৎপাদনে যেসব যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার মধ্যে ট্রাক্টর, পাওয়ার টিলার, ট্রাক, পিকআপ ভ্যান, ট্রলি, সিড প্ল্যান্টার, ড্রাম সিডার, কম্বাইন হারভেস্টর, পেডাল প্রেশার, পাওয়ার থ্রেশার, গভীর নলকূপ, অগভীর নলকূপ, ড্রায়ার, উইনোয়ার ইত্যাদি উল্লেখযোগ্য। এসব যানবাহন ও যন্ত্র দ্বারা কৃষি খামারের অধিকাংশ কাজ অতি সহজে সম্পন্ন করা সম্ভব। ফার্ম মেশিনারি ট্রেডের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি অতি সহজেই মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এতে এক দিকে যেমন আর্থিক অপচয় রোধ করা যায়, অপরদিকে তেমনি সময়েরও সাশ্রয় হয়ে থাকে ।

ফার্ম মেশিনারি ট্রেডের কার্যপরিধি (Scope of Farm Machinery Trade) : 
ফার্ম মেশিনারি ট্রেডের কার্যপরিধি অনেক বড় । বর্তমান বিশ্বে কৃষিক্ষেত্রে যে আধুনিক পরিবর্তন এসেছে তার মূলে রয়েছে ফার্মশপ ও মেশিনারি। এ ট্রেড থেকে নিম্নলিখিত কাজগুলো আয়ত্ত করে বেকার সমস্যা সমাধান করা যায়। যেমন- 
* কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাম্প, যেমন- সেন্ট্রিফিউগাল পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, টারবাইন পাম্প, গভীর নলকূপ ও অগভীর নলকূপ ইত্যাদি দিয়ে কীভাবে সেচ কাজ করা যায় এবং এটা নষ্ট হলে কীভাবে মেরামত করা যায়, তার বাস্তব জ্ঞান অর্জন করা । 
* সেচ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ এবং সেটি জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ফিটিংস সম্পর্কে জ্ঞান অর্জন করা । 
* কোনো ধাতব খণ্ডকে প্রয়োজনমতো ড্রিল মেশিনের সাহায্যে কীভাবে ছিদ্র করে প্রেসারের সাহায্যে ছিদ্রের ভিতরের অংশ মসৃণ করা যায়, তার বাস্তব জ্ঞান অর্জন করা । 
* কোনো ধাতব বস্তু, যেমন- দা, কাঁচি, ছুরি ইত্যাদি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ধার দেওয়া এবং অন্যান্য ধাতবস্তুকে সমান করার প্রক্রিয়া সম্পর্কে জানা । 
* কোনো ধাতব পদার্থকে কীভাবে ওয়েল্ডিং এর সাহায্যে জোড়া দেওয়া যায়, সে সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করা । 
* ওয়ার্কশপে কাজের উপযোগী বিভিন্ন ধরনের টুলস শনাক্ত করা ও এর ব্যবহার শিখতে পারা। 
* হ্যাকস এবং বিভিন্ন ধরনের ফাইল ব্যবহার করে কীভাবে ধাতব পদার্থ কর্তন এবং ফাইলের সাহায্যে ঘষে বিভিন্ন আকৃতি তৈরি করা যায় তা হাতে কলমে শেখা।

* ইঞ্জিনের গঠন, ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম চিনতে পারা এবং ইঞ্জিন স্টার্ট দেওয়া বন্ধ করা, ইঞ্জিনের কোনো সমস্যা হলে মেরামত করা ইত্যাদি কাজ হাতে কলমে শেখা। 
* ইঞ্জিনের বিভিন্ন সিস্টেম, বেমন-কুলিং সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম, ফুয়েল সিস্টেম, ইগনিশন সিস্টেম, এয়ার ইনটেক সিস্টেম, ব্রেক সিস্টেম, ফ্লাচ সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম, হুইল সিস্টেম ইত্যাদির কার্যপ্রণালী যন্ত্রাংশের নাম, কাজ জানা এবং উক্ত সিস্টেমসমূহের যে কোনো সমস্যা হলে তা কীভাবে মেরামত করতে হয়, তার বাস্তব জ্ঞান অর্জন করতে পারা। 
* ডিজেল ইঞ্জিনের হাইপ্রেসার পাম্পের ইন্টারনাল ও এক্সটারনাল টাইমিং কীভাবে করতে হয় তা জানতে পারা। 
* মোটরযানে বা অন্যান্য কাজে ব্যবহৃত ব্যাটারি, ব্যাটারির ব্যবহার চার্জ নেওয়া, ইলেকট্রোলাইট প্রস্তুত করা ইত্যাদি সম্পর্কে জানতে পারা, এবং ব্যাটারি কীভাবে মেরামত করা, চার্জ দেওয়া, ইলেকট্রোলাইট প্রস্তুত ইত্যাদি কীভাবে করতে হয়, তা শিখতে পারা। 
* গ্যাস ইঞ্জিন এবং ইকাই সিসটেম ইঞ্জিন কীভাবে কাজ করে, এদের যন্ত্রাংশের নাম এবং কীভাবে মেরামত করতে হয়, তার বাস্তব জ্ঞান অর্জন করতে পারা।
* কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে কীভাবে কাজ করা যায়, যেমন- পাওয়ার টিলার ও ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করা, পাওয়ার টিলারের বিভিন্ন অ্যাটাচমেন্ট সম্পর্কে জানা, সিড ছিল দিয়ে বীজ রোপণ করা, উইভারের সাহায্যে আগাছা দমন করা, রাইচ ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে চারাগাছ রোপণ করা, প্রেয়ারের সাহায্যে কীটনাশক ছিটানো, প্রেশারের সাহায্যে ধান ও গম মাফই করা যায়। হাইভেস্টারের সাহায্যে শস্যকে কাটা, মাড়াই করা, বস্তাভর্তি করা, বড় পৃথক করা, রিপার এর সাহায্যে ধান ও গম কাটা গুটি ইউরিয়া প্ররোগ যন্ত্রের সাহায্যে গুটি ইউরিয়া প্রয়োগ করা ইত্যাদি কাজগুলো ফার্ম মেশিনারি ট্রেডের মাধ্যমে এসব কৃষি যন্ত্রপাতি অতি সহজেই মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এতে এক দিকে যেমন আর্থিক অপচয় রোধ করা যায়, অপরদিকে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয় ।

common.content_added_by

কার্য মেশিনারি ট্রেডের কর্মক্ষেত্র (Field work of Farm Machinery): (১.২)

ফার্ম মেশিনারি ট্রেড বর্তমান বিশ্বে কৃষির পাশপাশি বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে প্রয়োগের মাধ্যমে এর কার্যকারিতা প্রমাণে সক্ষমতার পরিচয় দিচ্ছে। কৃষিক্ষেত্রে এর কারিগরি প্ররোগসহ সমাজের বেকারত্ব নিরসনে ইতিবাচক ভূমিকা রাখছে। এ ছাড়া বর্তমানে এ ট্রেড দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও এর সুদূর প্রসারী প্রভাব ফেলছে। আমাদের দেশের মানবসম্পদ উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে এর ভূমিকা আজ সর্বজন স্বীকৃত। বৰ্তমান সময়ে যুগের চাহিদার প্রেক্ষিতে এ ট্রেড কৃষির সাথে জড়িত প্রতিটি স্তরে বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত পাওয়ার টিলার ও ট্রাক্টর এসেম্বলি বা মেরামত কারখানায়, কৃষি ও খামার যন্ত্রপাতি তৈরি ও মেরামত কারখানায়, খাদ্য শস্য উৎপাদনে, পরিবহনে, প্রক্রিয়াজাতকরণে, বাজারজাতকরণের পাশাপাশি পোল্ট্রি শিল্প, মৎস্য শিল্প ও কুটির শিল্পসহ বিভিন্ন শিল্পের উৎপাদন প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া এ বিষয়ে দক্ষ এ অভিজ্ঞ লোকদের বিদেশেও প্রচুর কর্মসংস্থান আছে, যা থেকে দেশ উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

common.content_added_by

ফার্ম মেশিনারি ট্রেন্ডের গুরত্ব ও প্রয়োজনীয়তা ( Importance and Necessity of the Farm Machinery Trade): (১.৩)

আজকের দুনিয়ায় কৃষি ও শিল্পে উন্নয়নের ক্ষেত্রে ফার্মশপ ও মেশিনারি বিরাট ভূমিকা পালন করছে। আজকের সভ্যতার স্বর্ণযুগে আমরা যে আধুনিক ওয়ার্কশপ ও মেশিনারির রূপ দেখতে পাচ্ছি তার সূচনা হয়েছিল সে আদিম যুগে সভ্যতার সুচনা লগ্নে। উন্নয়নের এ গতিময় ধারায় কার্যশপ ও মেশিনারির একটা বিরাট ভূমিকা রয়েছে। এর সাথে জড়িত সকল শিক্ষার্থী, প্রশিক্ষক, ফোরম্যান, শপ-অ্যাসিস্ট্যান্টসহ সব স্তরের জনগণকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তা হলেই আমাদের দেশও সমান তালে এগিয়ে যেতে পারবে উন্নয়নের গতিময় ধারায়। আমাদের দেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা কম নয়। কিন্তু হাতে-কলমে কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুবকের সংখ্যা নেহায়েতই নগণ্য। যাদের কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা আছে এবং হাতে- কলমে কাজ করাকে ঘৃণা করে না তারা কখনো বেকার থাকে না। উন্নত দেশে হাতে-কলমে কাজ করাকে সবাই শ্রদ্ধার চোখে দেখে থাকে। আমাদেরও উচিত উন্নত বিশ্বকে অনুসরণ করে তাদের মতো উন্নতির সোপানে এগিয়ে যাওয়া।

ফার্ম মেশিনারি ট্রেডের প্রয়োগ ছাড়া আমাদের কৃষি উৎপাদন মোটেই সম্ভব নয়। এ ট্রেডের মাধ্যমে দেশের জনসংখ্যার এক বিরাট অংশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পথের দিশারী খুঁজে পাচ্ছে। এ ট্রেডের প্রসারের সাথে দেশের জনবলের উন্নয়ন, বেকারত্বের অবসান, বৈদেশিক অর্থ আয়ের পথ সুগম হওয়া, দারিদ্র দূরীভূত হওয়াসহ অন্যান্য অনেক সমস্যার সমাধানের পথ সুগম হচ্ছে। এ টেডের পূর্ণাঙ্গ সুফল ভোগ করতে হলে এর কারিগরি ও ব্যবহারিক দিকসমূহ সঠিকভাবে আয়ত্ব করতে হবে এবং তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তাই বর্তমান যুগে ফার্ম মেশিনারি ট্রেডের গুরত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।

common.content_added_by

অনুশীলনী-১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ফার্ম মেশিনারি ট্রেডের কাজ কী?
২। গরু ও লাঙ্গলের পরিবর্তে আধুনিক চাষ যন্ত্রের নাম কী? 
৩। ফসলের জমিতে কোন ধরনের পাম্পের সাহায্যে সবচেয়ে বেশি সেচ দেওয়া হয় । 
৪। ধান ও গম মাড়াই যন্ত্রের না কী? 
৫। ইউনোয়ার কী?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। ফার্ম মেশিনারি ট্রেডে ব্যবহৃত ১০টি খামার যন্ত্রপাতির নাম লেখ। 
২। ফার্ম মেশিনারি ট্রেডের পরিচিতি উল্লেখ কর। 
৩। ফার্ম মেশিনারি কর্ম ক্ষেত্র সমূহ সংক্ষেপে লেখ ।

রচনা মূলক প্রশ্ন
১। ফার্ম মেশিনারি ট্রেডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর। 
২। ফার্ম মেশিনারি ট্রেডের কার্যপরিধি ব্যক্ত কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion