ফ্রান্সের বিখ্যাত স্থান

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
  • ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত- আইফেল টাওয়ার।
  • ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম-এলিসি প্রাসাদ।
  • ফরাসী বিপ্লবের সাথে জড়িত একটি কারাগারের নাম- বাস্তিল দূর্গ ।
  • বিখ্যাত ভার্সাই নগরী অবস্থিত- ফ্রান্সের প্যারিসে।
  • ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত- ফ্রান্সের লিওতে।
  • বিখ্যাত ল্যুভর যাদুঘর অবস্থিত- প্যারিসে (ফ্রান্স)।
  • ফ্রান্সের নটরডেম গীর্জাকে বলা হয় 'আওয়ার লেডি অব প্যারিস' বা 'লেডি ইউরোপ'।
  • ফ্রান্সের প্রেসিডেন্ট এর মেয়াদকাল ৫ বছর (পূর্বে ছিল ৭ বছর)
  • আইফেল টাওয়ার প্যারিসের সীন নদীর তীরে অবস্থিত।
  • 'City of Culture' বলা হয় প্যারিসকে।
  • ভিয়েতনাম যুদ্ধে নিহত ফরাসী সৈনিকদের স্মৃতিস্তম্ভের নাম- ভিয়েতনাম ওয়াল।
  • ফরাসী বিপ্লবের ১০০ বছর পূর্তিতে ১৮৮৯ সালে উদ্বোধন করা হয়- আইফেল টাওয়ার।
  • প্যারিসে সীন নদীর তীরে আইফেল টাওয়ারের অবস্থিত এর ডিজাইনার- গুস্তাভ আইফেল ।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion