বিমা করার প্রক্রিয়া

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | - | NCTB BOOK

বিমা করার প্রক্রিয়া বলতে মূলত বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়াকে বুঝায়। এক্ষেত্রে একদিকে থাকে। বিমাগ্রহীতা- যিনি আর্থিক স্বার্থ রয়েছে এমন জীবন বা সম্পত্তি বিমা করে তার ঝুঁকি বিমা কোম্পানির ওপর অর্পণ করতে চায় এবং অন্যদিকে থাকে বিমাকারী বা বিমা কোম্পানি- যারা প্রিমিয়ামের বিনিময়ে অন্যের জীবন ও সম্পত্তির ঝুঁকি গ্রহণ করে এবং দুর্ঘটনা ঘটলে বা চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ বা প্রতিশ্রুত অর্থ প্রদানে বাধ্য থাকে। এরূপ চুক্তি সম্পাদনে যে সকল পদক্ষেপ সাধারণত গ্রহণ করা হয় তা নিম্নরূপ :

১. প্রস্তাব প্রদান (Offering proposal) : বিমা করতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জীবন বিমার বেলায় জীবন বিমা কোম্পানি থেকে এবং সম্পত্তি বিমার বেলায় সাধারণ বিমা অফিস থেকে বা তাদের এজেন্ট থেকে প্রস্তাব ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হয় । জীবন বিমার বেলায় বিমাকৃত ব্যক্তির পরিচয়, বয়স, পেশা, শারিরীক সুস্থতা, বিমাপত্রের ধরন, বিমাকৃত অঙ্কের পরিমাণ ইত্যাদি উল্লেখ করার প্রয়োজন পড়ে। সম্পত্তি বিমার বেলায় সম্পত্তির ধরন, অবস্থান, মূল্য, সম্পত্তির মান, শক্তি ব্যবহারের ধরন, ব্যবহার পদ্ধতি ইত্যাদি নানান বিষয় উল্লেখ করতে হয়। সম্পত্তি বিমার বেলায় আবেদনকারীকে সম্পত্তির ওপর বিষাযোগ্য স্বার্থ রয়েছে তা প্রমাণের জন্য প্রয়োজনীয় মালিকানার ও অন্যান্য দলিল জমা দেয়ার প্রয়োজন পড়ে ।

২. প্রস্তাব বিবেচনা (Considering proposal): প্রস্তাব ও দলিলপত্র পাওয়ার পর বিমা কোম্পানি প্রস্তাব গ্রহণ করা যায় কি না এ বিষয়টি বিবেচনা করে । জীবন বিমার ক্ষেত্রে প্রস্তাবিত ব্যক্তির বয়স, স্বাস্থ্য, পেশা, পারিবারিক ইতিহাস ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে ঝুঁকির মাত্রা বোঝার চেষ্টা করে থাকে। নৌ বিমার ক্ষেত্রে জাহাজের মান, যে পথে জাহাজ চলাচল করে তার ধরন, জাহাজ কোম্পানির পূর্বে ক্ষতি সংঘটনের অভিজ্ঞতা ইত্যাদি বিষয় বিবেচনায় নেয়া হয় । অগ্নিবিমার ক্ষেত্রে বিমাগ্রহীতার চরিত্র, সম্পত্তির অবস্থান, প্রকৃতি, অগ্নিজনিত ঝুঁকির মাত্রা ইত্যাদি বিষয় বোঝার চেষ্টা করে। জীবন বিমার বেলায় প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা এবং সম্পত্তি বিমার বেলায় সার্ভেয়ার দিয়ে সম্পত্তির মান, মূল্য ইত্যাদি পরীক্ষা করানো হয়। এতে প্রস্তাব গ্রহণযোগ্য হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় অন্যথায় তা ফেরৎ দেয়া হয়ে থাকে।

৩. প্রিমিয়াম জমাদানের নির্দেশ ও বিমাপত্র ইস্যু (Order to deposit premium and issuing policy): বিমা কোম্পানি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিলে এ বিষয়ে লিখিতভাবে আবেদনকারীকে অবগত করে এবং নির্দিষ্ট দিনের মধ্যে প্রিমিয়াম জমাদানের নির্দেশ দেয়। বিমা অফিসে প্রিমিয়াম জমা দেয়া হলে তখন থেকেই বিমা চুক্তি কার্যকর হয়। কিন্তু তৎক্ষণাৎ বিমাপত্র ইস্যু করা অনেকসময়ই সম্ভব হয় না। এজন্য কিছু সময়ের দরকার হয় এবং এ সময়ের মধ্যে বিমা চুক্তি সম্পাদিত হওয়ার প্রমাণ হিসেবে স্বীকৃতি পত্র ইস্যু করে । অনেক সময় জমা রসিদও এ ধরনের স্বীকৃতিপত্র বিবেচিত হতে পারে। অতঃপর স্ট্যাম্পযুক্ত বিমাপত্র বিমা কোম্পানি থেকে ইস্যু করা হয়। এতে বিমাকৃত বিষয়বস্তু, বিমাকৃত বিপদ বা ঝুঁকিসহ প্রয়োজনীয় সকল বিষয় লেখা থাকে ।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion