উচিত-অনুচিত মেনে ব্যবসায় পরিচালনাকেই ব্যবসায় নৈতিকতা বলে । এর সাথে আইন ও নীতি দুটি বিষয়ই সম্পর্কযুক্ত। আইন মেনে যেমনি ব্যবসায় চালানো আবশ্যক তেমনি নীতি বা আদর্শ অর্থাৎ যা সমাজে করণীয় ও বর্জনীয় বলে প্রতিষ্ঠিত- এমন বিষয়াবলি মেনে ব্যবসায় পরিচালনা করাও অপরিহার্য । প্রতারণা করা, পণ্যে ভেজাল মিশানো, মাপে কম দেয়া, নকল পণ্য বাজারে উৎপাদন ও বিক্রয় করা ইত্যাদি দণ্ডনীয় অপরাধ এবং সেই হিসেবে অনৈতিক। অন্যদিকে কৃত্রিম সংকট সৃষ্টি না করা, অতি মুনাফার লোভ পরিত্যাগ করা, একচেটিয়া প্রবণতা পরিহার করা, শ্রমিক-কর্মীদের সাথে উত্তম ব্যবহার করা ইত্যাদি আদর্শ বা বিবেকবোধের বিষয় । যা ব্যবসায়ীদের মেনে চলা উচিত । এর বাইরেও বর্তমানকালে ব্যবসায়িক নৈতিকতা সংক্রান্ত কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । বিষয়গুলো নিম্নে তুলে ধরা হলো:
Read more