আমরা প্রতিদিন পৃথিবীকে ঘিরে থাকা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাস করি। পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, এবং जंगल (জঙ্গল) - এই সবকিছুই আমাদের এই বিস্ময়কর গ্রহের অংশ। কিন্তু, আমরা কি কখনও ভেবেছি এই সব কিছু কীভাবে এসেছে এবং কীভাবে এরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত? এখানেই প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব ফুটে ওঠে।
প্রাকৃতিক ভূগোল হলো পৃথিবীর পৃষ্ঠের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং প্রক্রিয়াগুলি অধ্যয়ন করার একটি শাখা। এটি ভূমিরূপ, জলবায়ু, মাটি, উদ্ভিদ, এবং প্রাণীজগতের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোলবিদরা এই বিভিন্ন উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কীভাবে কাজ করে এবং সময়ের সাথে পৃথিবীর পৃষ্ঠ কীভাবে পরিবর্তিত হয়, তা বোঝার চেষ্টা করে।
ফরিদপুরের ভাগ্যকূল এলাকায় এক সময় ঘোড়ার ক্ষুরের মতো একটা হ্রদ ছিল। হ্রদটি পলি জমে পদ্মা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল। হ্রদটি এখন বিলীন হয়ে গেছে।
হিমবাহ দ্বারা প্রভাবিত 'U' আকৃতির উপত্যকাগুলোর মধ্যে সমুদ্রের পানি প্রবেশ করলে 'ক' উপত্যকার সৃষ্টি হয়। এক্ষেত্রে সমোন্নতি রেখাগুলোকে যথেষ্ট কাছাকাছিভাবে অঙ্কন করতে হয়।
আমান প্রতিদিন বুড়িগঙ্গা নদী পার হয়ে কামরাঙ্গীর চর থেকে বাসে করে লালবাগ আসে। সে এক পোশাক কারখানায় কাজ করে।
করিম ঢাকা থেকে লঞ্চে করে বরিশাল যাচ্ছিল। রাত্রে লঞ্চটি নদীর মধ্যে একটি চরে আটকা পড়ল। এভাবে যাওয়ার পথে সে অসংখ্য চর ও দ্বীপ দেখতে পেল।
লঞ্চে করে জারিফ মুন্সিগঞ্জ যাওয়ার পথে নদীর এক পাশে দেখে অনেক ইটের ভাটা ।
নয়ন তার গ্রাম থেকে ঢাকায় এসে দেখে সেখানে কলকারখানা, যানবাহন সবই বেশি। এ কারণে ঢাকায় বায়ু বেশি দূষিত। এর ফলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।
মনির ও দিপু ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে। তারা একাদশ শ্রেণির ছাত্র। হঠাৎ 1 পাশ দিয়ে যাওয়া একটি বাস তাদের নাকে মুখে কালো ধোঁয়া ছড়িয়ে গেল। দিপুর ভীষণ কাশি শুরু হলো।
উত্তর আমেরিকায় ও অস্ট্রেলিয়ায় এমন একটি দুর্যোগ সংঘটিত হয় যা, মূলত অতি দ্রুত আবর্তনশীল ক্ষুদ্র আকারের অথচ প্রলংকারী। এটি চোঙ আকৃতির হয়ে থাকে।
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রের পানি নির্দিষ্ট তাপমাত্রায় পৌছালে বা স্থির থাকলে বায়ুর নিম্নচাপের ফলে একটি প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।
আজাদ তার বাবার সাথে সিলেট বেড়াতে যায়। সেখান থেকে সে জৈন্তাপুর পাহাড়ে বেড়াতে গিয়ে দেখল পাহাড়ের একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে হচ্ছে না।
সাকিব তার পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে গেল। সাকিবের বাবা আগেই কক্সবাজারের এই সময়কার আবহাওয়া সম্পর্কে জেনে এসেছেন। সময় কক্সবাজারের আবহাওয়া বেড়ানোর জন্য সুবিধাজনক।
মানুষ তার বিলাস জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে এমন সব কর্মকাণ্ড করছে যার জন্য বায়ুমন্ডলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে দেখা দিচ্ছে মানবজীবনে বিভিন্ন দুর্যোগ।
বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিশ্বের তাপমাত্রা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে ২১ শতকের শেষে তাপমাত্রা অতিরিক্ত ২.৫° – ৫.৫° সে. যুক্ত হতে পারে। যার পরিণাম হবে খুবই ভয়াবহ ।
শফিক নেত্রকোনা বেড়াতে গেল। সে নেত্রকোনার একটি ছোট মানচিত্র পেল, কিন্তু মানচিত্রটি ছোট হওয়ার কারণে সে কিছুই বুঝতে পারছিল না ।
ইন্টারনেটে রাশেদের ফেসবুক ফ্রেন্ড রাশিয়ার চেখভ স্থানীয় একটি মানচিত্র পাঠায়। কিন্তু মানচিত্রের বর্ণনামূলক স্কেল থেকে রাশেদের নিকট মানচিত্রের প্রকৃত দূরত্ব বোধগম্য হলো না ।
গ্রামে অনিকদের অনেক সম্পত্তি। তার বাবার মৃত্যুর পর ভাই ও বোনদের মধ্যে সম্পত্তি ভাগের জন্য একজন আমিন ডেকে আনল । আমিন তার ব্যাগ থেকে একটি মানচিত্র বের করল। মানচিত্রটি টেবিলের উপর রেখে তিনি কিছু যন্ত্রপাতি বের করলেন।
Read more