মধ্য আমেরিকা

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

মধ্য আমেরিকা সম্পর্কে প্রাথমিক তথ্য 

  • যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কন্ট্রা বিদ্রোহীরা বসবাস- কিারাগুয়া ।
  • নিকারাগুয়াকে মশার উপকূল বা Mosquito Coast বলা হয়।
  • প্রেইরি তৃণভূমি অবস্থিত - মধ্য আমেরিকায়। 
  • মধ্য আমেরিকার মোট স্বাধীন দেশের সংখ্যা- ৭ টি।
  • পানামা পেপার্স কেলেঙ্কারি ফাঁস হয়- ২০১৬ খ্রি.।
  • মধ্য আমেরিকার স্থায়ী সেনাবাহিনী নাই- কোস্টারিকায়।
  • কোস্টারিকা শব্দের অর্থ- ধনী উপকূল
  • বেলিজ অতীতে ‘মায়া সভ্যতা' এর অংশ ছিল।
  • আগ্নেয়গিরি বা হ্রদের দেশ বলা হয়- নিকারাগুয়াকে। 
  • জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়- কোস্টারিকা।
  • University for Peace প্রতিষ্ঠিত হয়- ১৯৮০ সালে। 
  • তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে পানামা । 
  •  পানামা খাল সংযোগ করেছে- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে।
  • যুক্তরাষ্ট্র পানামা খাল খনন করে- ১৯০৪ সালে ।
  • যুক্তরাষ্ট্র পানামা খাল পানামার নিকট হস্তান্তর করে ১৯৯৯ সালে।

 

মধ্য আমেরিকার রাষ্ট্রসমূহ  

রাষ্ট্রের নাম 

রাজধানী 

মুদ্রা 

ভাষা 

পানাম 

পানামা সিটি 

বেলবো 

স্প্যানিশ 

নিকারাগুয়া 

মানাগুয়া 

করডোবা

স্প্যানিশ

কোস্টারিকা 

সানজোসে 

ক্লোন 

স্প্যানিশ

হুন্ডুরাস 

তেগুসিগালপা 

ল্যাম্পিরা 

স্প্যানিশ

গুয়েতেমালা  

গুয়েতমালা সিটি 

কুয়েটজাল 

স্প্যানিশ

এল সাভাদর 

সাল সালভাদর 

ডলার 

স্প্যানিশ

বেলিজ 

বেলমোপেন 

ডলার 

ইংরেজি 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion