মিশরীয় সভ্যতা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
  • মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে- নীল নদের তীরে।
  • মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন- হেরোডোটাস
  •  খুফুর পাথরের তৈরি সিংহমূর্তি- স্ফিংস।
  • ১২ মাসে ১ বৎসর, ৩০ দিনে ১ মাস গণনারীতি চালু 
  •  প্রাচীন মিশরীয় রাজাদের বলা হত- ফারাও।
  • নীল নদের দেবতার নাম ছিল- ওসিরিস।
  • প্রাচীন মিশরীয় সমাজ ছিল- মাতৃতান্ত্রিক 
  •  মিশরীয়দের লিখন পদ্ধতির নাম- হায়ারোগ্লিফিকস ।
  • মিসরীয়রা প্যাপিরাস নামক এক প্রকার গাছ দিয়ে লিখত।
  • পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ- পিরামিড।
  • ক্লিওপেট্রা ছিলেন মিশরের রাণী। 
  • ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়- মিশরীয়দের।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion