মুষ্টিযুদ্ধ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

বক্সিং মার্শাল আর্ট যুদ্ধ খেলা (যা ওয়েস্টার্ন বক্সিং বা পিউগিলিজম নামেও পরিচিত) একটি সম্মুখসমর ক্রীড়া যেখানে দুটি ব্যক্তি, হেলমেট এবং মাউথপিস পরে একটি নির্দিষ্ট সময় ধরে একে অপরের দিকে মুষ্টিনিক্ষেপ করে ।

  • বক্সিংয়ে দ্য গ্রেটেস্ট বলা হয়- মোহাম্মদ আলীকে। 
  • মোহাম্মদ আলী পূর্বনাম- ক্যাসিয়াস ক্লে।
  • মুষ্টিযুদ্ধ বা বক্সিং খেলার উদ্ভাবন করেন- থিসিয়াস ।
  • বিবিসি শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত করেছে- মোহাম্মদ আলীকে।
  • মোহাম্মদ আলীর যে কন্যা মুষ্টিযুদ্ধ পেশায় প্রবেশ করে- লায়লা আলী। 
  • বক্সিংয়ে দ্রুততম বা দ্য কুইকেস্ট বলা হয়- লায়লা আলীকে।
  • মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের বর্তমান নাম- মালিক আব্দুল আজিজ।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion