শ্বসনের প্রভাবক সমূহ

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান জীববিজ্ঞান প্রথম পত্র | - | NCTB BOOK

শ্বসন প্রক্রিয়ার প্রভাবকসমূহ (Factors of Respiration)

 শ্বসন একটি জৈবরাসায়নিক প্রক্রিয়া। অন্যান্য জৈবরাসায়নিক প্রক্রিয়ার মতো এ প্রক্রিয়াও কিছু বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবকে নিয়ন্ত্রিত হয় ।

ক. বহিঃপ্রভাবকসমূহ (External factors)

১. অক্সিজেনের ঘনত্ব : অক্সিজেনের ঘনত্ব সবাত শ্বসনকে প্রভাবান্বিত করে। অক্সিজেনের ঘনত্ব ৫%-১০০% পর্যন্ত বৃদ্ধি শ্বসনের হার ক্রমান্বয়ে বাড়ে। কিন্তু ৫% এর পূর্ব পর্যন্ত অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধিতে শ্বসনের হারের কোন “উল্লেখযোগ্য পরিবর্তন হয় না।

২. তাপমাত্রা : ০°-৪৫° সেল. পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধিতে শ্বসনের হার ক্রমান্বয়ে বাড়ে। ৪৫° সেল. এর উর্ধ্ব তাপমাত্রায় শ্বসনের হার ক্রমান্বয়ে হ্রাস পেয়ে শ্বসন বন্ধ হয়ে যায়।

৩. কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব : শ্বসনিক বস্তুর চতুর্দিকে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে শ্বসনের হার কমে যায় । 

৪. আলো : শ্বসনের উপর আলোর প্রভাব পরোক্ষ। কম তীব্র আলো অপেক্ষা অধিক তীব্র আলোতে স্টোমাটা বেশি খোলা থাকে । ফলে, অধিক অক্সিজেন প্রবেশ করায় শ্বসনের হার বেশি হয়। আলো সালোকসংশ্লেষণের মাধ্যমে শ্বসনিক বস্তু তৈরি করেও শ্বসনকে প্রভাবন্বিত করে। 

৫. পানি পানি শ্বসনকে পরোক্ষভাবে প্রভাবিত করে। পানি-সম্পৃক্ত প্রোটোপ্লাজমে শ্বসন অতি দ্রুত চলে। শ্বসনে জড়িত এনজাইমগুলোর সক্রিয়তার জন্যও পানির প্রয়োজন হয়।

খ. অন্তঃপ্রভাবকসমূহ (Internal factors)

 ৬. শ্বসনিক বস্তুর পরিমাণ ও প্রকৃতি : অন্যান্য অবস্থা অনুকূল থাকলে শ্বসনিক বস্তুর পরিমাণ বাড়ালে শ্বসনের হার বৃদ্ধি পায়। শ্বসনিক বস্তুর প্রকৃতির উপর শ্বসনের হার নির্ভরশীল।

৭. কোষের বয়স : কোষের বয়সের উপর শ্বসনের হার অনেকটা নির্ভরশীল। পরিণত কোষ অপেক্ষা অপরিণত কোষে সাধারণত বেশি প্রোটোপ্লাজম থাকে। এজন্য ভাজক কোষে শ্বসনের হার অধিক পরিলক্ষিত হয়।

৮. এনজাইম : শ্বসনক্রিয়া সম্পন্নের জন্য বিশেষ কতকগুলো এনজাইমের প্রয়োজন হয়। এসব এনজাইমের যে কোন একটির অভাবে শ্বসন ক্রিয়া বন্ধ থাকে। এনজাইমগুলোর পরিমাণের তারতম্যে শ্বসনের হারেরও তারতম্য হয়।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion