@font-face প্রোপার্টির এর মাধ্যমে একজন ওয়েব-ডিজাইনার ঐ সকল ফন্ট ব্যবহার করতে পারে যা ব্যবহারকারীর কম্পিউটারে ইনস্টল করা থাকে না।
সুতরাং আপনি যদি আপনার ওয়েব সাইটে আপনার ইচ্ছামত বা নিজের তৈরি ফন্ট ব্যবহার করতে চান, তাহলে আপনার সার্ভারে উক্ত ফন্ট ফাইলটি যুক্ত করুন। এরপরে ব্যবহারকারী যখন আপনার সাইট ভিজিট করবে তখন ফন্ট ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে তার ডিভাইজে ডাউনলোড হবে এবং সে আপনার নিজের ব্যবহৃত ফন্টেই সাইট এর কন্টেন্ট দেখবে।
এক কথায় আপনি সিএসএস(৩) @font-face
এর মধ্যে আপনার ওয়েব সাইটে নিজস্ব ফন্ট ব্যবহার করতে পারবেন।
এক নজরে সিএসএস(৩) ফন্ট প্রোপার্টিসমূহ
নিন্মের টেবিলে @font-face
এ ব্যবহত সবগুলো প্রোপার্টির মান সম্পর্কে আলোচনা করা হলো।
TrueType Fonts(TTF)
TrueType হলো ফন্ট স্টান্ডার্ড যা ১৯৮০ সালে এ্যাপল এবং মাইক্রোসফট কর্তৃক ডেভেলপ হয়। ম্যাক অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম উভয়ের জন্য ট্রু টাইপ ফন্ট একটি সাধারণ ফন্ট ফরম্যাট।
OpenType Fonts(OTF)
OpenType হলো স্ক্যালেবেল কম্পিউটার ফন্ট। এটি TrueType এর উপর ভিত্তিকরে তৈরি হয়েছিল এবং এটি হলো মাইক্রোসফট এর রেজিস্টার্ড ট্রেডমার্ক। বর্তমানে অধিকাংশ কম্পিউটার প্ল্যাটফর্মেই সচরাচর OpenType ফন্ট ব্যবহৃত হয়।
Web Open Font Format(WOFF)
ওয়েব পেজে ব্যবহারের জন্য WOFF একটি ফন্ট ফরম্যাট। WOFF মূলত সংকোচনশীল এবং অতিরিক্ত মেটাডাটা সম্পন্ন ওপেন টাইপ অথবা ট্রু টাইপ ফন্ট। এটি ২০০৯ সালে ডেভেলপ করা হয়েছে। বর্তমান ওয়েবের জন্য W3C এই ফন্ট ফরম্যাট ব্যবহারের পরামর্শ দেয়।
ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট(WOFF 2.0)
ট্রু টাইপ অথবা ওপেন টাইপ ফন্ট যা WOFF 1.0 থেকে অধিক সংকোচনশীল।
SVG Font
টেক্সট প্রদর্শিত হওয়ার সময় SVG ফন্ট গ্লিফ(glyphs) হিসেবে SVG ব্যবহার করে। SVG 1.1 এ ফন্ট তৈরি করার জন্য একটি মডিউল নির্ধারণ করা আছে। এছাড়া আপনি SVG ডকুমেন্টেও সিএসএস প্রয়োগ করে SVG টেক্সট এর জন্য @font-face
প্রোপার্টি ব্যবহার করতে পারেন।
Embeded Open Type Font(EOT)
এম্বেডেড ওপেন টাইপ ফন্ট ওপেন টাইপ ফন্টের একটি সংক্ষিপ্ত রুপ যা ওয়েব পেজে এম্বেডেড বা সম্প্রসারিত ফন্ট হিসাবে ব্যবহার করা যায় এবং এটি মাইক্রোসফট কর্তৃক ডিজাইন করা হয়েছে।
সিএসএস(৩) @font-face
নিয়মটি প্রয়োগ করতে হলে প্রথমেই এর মধ্যে ফন্ট এর নাম(যেমন- Serif) নির্ধারণ করতে হবে এবং এরপরে ফন্ট ফাইলটির অবস্থান(URL) নির্দেশ করতে হবে।
এখন আপনি যদি কোনো এইচটিএমএল এলিমেন্টে এই ফন্ট ব্যবহার করতে চান তাহলে সিএসএস font-family
প্রোপার্টির মাধ্যমে ফন্টটির নাম নির্দেশ করে দিন।
kt_satt_skill_example_id=1557
আপনার ব্যবহৃত টেক্সটকে বোল্ড বা গাঢ় করতে চাইলে @font-face
এর মধ্যে আরো একটি প্রোপার্টি font-weight
যুক্ত করতে হবে।
kt_satt_skill_example_id=1559
Read more