Skill

সিএসএস৩ টেক্সট ইফেক্ট (CSS3 Text Effect)

Web Development - CSS সিএসএস৩ & এডভান্স সিএসএস (CSS3 & Advance CSS) |

সিএসএস(৩) তে টেক্সট এর জন্য কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে।


এক নজরে সিএসএস(৩) টেক্সট ইফেক্ট প্রোপার্টি


সিএসএস(৩) Text-overflow প্রোপার্টি

কিছু কিছু ক্ষেত্রে কন্টেন্ট তার কন্টেন্ট-বক্স থেকে উপচে পড়ে(overflow হয়) এবং প্রদর্শিত হয় না। এ সকল ক্ষেত্রে সিএসএস(৩) text-overflow প্রোপার্টি ব্যবহারকারীকে একটি সংকেত প্রদান করে।

এই সংকেতটি বিভিন্ন ধরণের হতে পারে। যেমন- এটি clip, ellipsis(...) string, fade ইত্যাদি হতে পারে। উদাহরণস্বরূপঃ

/* Overflow behavior at line end
  Right end if LTR, left end if RTL */
text-overflow: clip;
text-overflow: ellipsis;
text-overflow: "…";
text-overflow: fade;
text-overflow: fade(10px);
text-overflow: fade(5%);
/* Overflow behavior at left end | at right end
  Directionality has no influence */
text-overflow: clip ellipsis;
text-overflow: "…" "…";
text-overflow: fade clip;
text-overflow: fade(10px) fade(10px);
text-overflow: fade(5%) fade(5%);
/* Global values */
text-overflow: inherit;
text-overflow: initial;
text-overflow: unset;

text-overflow প্রোপার্টি overflow ঘটানোর জন্য কোনো শক্তি প্রয়োগ করে না। টেক্সটকে তার কন্টেইনার থেকে overflow করার জন্য আপনাকে কিছু অন্যান্য সিএসএস প্রোপার্টি ব্যবহার করতে হবে। উদাহরণস্বরুপ-

overflow: hidden;
white-space: nowrap;

বিঃদ্রঃ শুধুমাত্র ব্লক কনটেইনার এলিমেন্টের ক্ষেত্রে text-overflow প্রোপার্টি কাজ করে।

kt_satt_skill_example_id=1540

নিম্নের উদাহরণে দেখানো হয়েছে overflow কন্টেন্ট এর উপর মাউস হোভার করলে এটি কিভাবে প্রদর্শিত হয়।

kt_satt_skill_example_id=1541


সিএসএস(৩) overflow-wrap প্রোপার্টি

যখন একটি শব্দ তার নির্ধারিত এরিয়ার চেয়ে বড় হয় তখন এটি তার এরিয়া থেকে বাইরে সম্প্রসারিত হয়।

সুতরাং যখন কোনো টেক্সট তার কন্টেন্ট-বক্স থেকে উপচে পড়ে(overflow হয়) তখন একটি বড় শব্দকে ভেঙ্গে নতুন লাইন তৈরি করতে সিএসএস(৩) overflow-wrap প্রোপার্টি ব্যবহৃত হয়। 

overflow-wrap প্রোপার্টি টেক্সটকে পরের লাইনে যাওয়ার জন্য বাধ্য করে। এমনকি এটি শব্দের মাঝখান থেকেও text কে বিভক্ত করে।

kt_satt_skill_example_id=1544


সিএসএস(৩) word-break প্রোপার্টি

কোনো টেক্সট তার কন্টেন্ট-বক্স থেকে উপচে পড়লে(overflow হলে) লাইন ব্রেক হবে কিনা তা নির্ধারণ করার জন্য সিএসএস(৩) word-break প্রোপার্টি ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1546

বিশেষ দ্রষ্টব্যঃ word-break প্রোপার্টি অপেরা ১২ এবং পূর্ববর্তী ভার্সনে সাপোর্ট করে না।


ব্রাউজার সাপোর্ট

 

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion