সিএসএস(৩) background-image
প্রোপার্টির মাধ্যমে আমরা একটি এলিমেন্টে একাধিক ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করতে পারি।
একাধিক ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার সময় কমা(,) চিহ্ন দ্বারা এগুলোকে পৃথক করতে হবে। এক্ষেত্রে ছবিগুলো যেহেতু স্ট্যাক অর্ডারে থাকে, তাই আপনি যে ছবিটি সবগুলো ছবির উপরে দেখতে চান সেটির URL প্রথমে যোগ করুন।
নিম্নের উদাহরণটি দেখলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করার ধারনা আপনার কাছে আরও স্পষ্ট হয়ে উঠবেঃ
kt_satt_skill_example_id=1862
উপরের উদাহরণে একাধিক ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ড প্রোপার্টিগুলো আলদা আলদা ভাবে ব্যবহার করা হয়েছে। নিম্নের উদাহরণেও আমরা উপরের উদাহরণের মত একই কাজ করবো। কিন্তু এক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডের সংক্ষিপ্ত প্রোপার্টি background
ব্যবহার করবোঃ
kt_satt_skill_example_id=1863
সিএসএস(৩) background-size
প্রোপার্টির মাধ্যমে আপনি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ বা আকার নিয়ন্ত্রন করতে পারবেন। সিএসএস(৩) আসার পূর্বে ব্যকগ্রাউন্ড ইমেজের আকার নিয়ন্ত্রন করা যেত না। মূল ইমেজের আকারই হতো ব্যকগ্রাউন্ড ইমেজের আকার।
সুতরাং আপনি সিএসএস(৩) ব্যবহার করে একটি ইমেজকে পুনঃব্যবহার করে এর সাইজ দৈর্ঘ্য এবং শতকরায় নির্ধারণ করতে পারবেন। এছাড়া contain
অথবা cover
এই দুইটি কি-ওয়ার্ড ব্যবহার করেও আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ এর আকার পরিবর্তন করতে পারবেন।
নিম্নের উদাহরণে background-size
প্রোপার্টি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ইমেজ এর সাইজ পরিবর্তন করে দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=1864
background-size
এর আরো দুইটি ভ্যালু হলো contain
এবং cover
।
contain
কীওয়ার্ড ব্যাকগ্রাউন্ড ইমেজকে যতদুর সম্ভব বৃদ্ধি করে। তবে এই ইমেজের প্রস্থ এবং উচ্চতা অবশ্যই কন্টেন্ট এরিয়ার সাথে খাপ খেতে হবে।
cover
কীওয়ার্ড ব্যাকগ্রাউন্ড ইমেজকে উভয় দিকে বৃদ্ধি করে যাতে কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ দ্বারা আচ্ছাদিত হয়।
নিম্নের উদাহরণে contain
এবং cover
এর ব্যবহার দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=1865
সিএসএস(৩) এর মাধ্যমে একাধিক ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা যায়। background-size
প্রোপার্টিতে একাধিক ভ্যালু ব্যবহার করে আপনি এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোর সাইজ নির্ধারণ করতে পারবেন। এক্ষেত্রে কমা চিহ্ন দ্বারা ভ্যালুসমূহকে পৃথক করতে হবে।
নিম্নের উদাহরণে ৩টি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি ইমেজের জন্য background-size
এর পৃথক মান দেওয়া হয়েছেঃ
kt_satt_skill_example_id=1866
আমাদের ওয়েবসাইটে এমন একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই যা ব্রাউজারের সম্পূর্ণ উইন্ডোকে সর্বদাই আচ্ছাদিত করে রাখবে।
এটি করার জন্য শর্তগুলো নিম্নরুপঃ
নিম্নের উদাহরণে এটি করে দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=1867
সুতরাং একটি ওয়েব পেজে সম্পূর্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আপনাকে নিম্নোক্ত কাজ গুলো করতে হবেঃ
ট্যাগে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হবে।fixed
এবং center
রাখতে হবে।background-size
প্রোপার্টির সাইজ সমন্বয় করতে হবে।ব্যাকগ্রাউন্ড ইমেজটি কোথায় অবস্থান করবে তা সিএসএস(৩) background-origin
প্রোপার্টির মাধ্যমে নির্ধারণ করা হয়।
এই প্রোপার্টির ৩টি ভ্যালু রয়েছে। যথাঃ
border-box
- ব্যাকগ্রাউন্ড ইমেজটি বর্ডারের উপরের বাম কর্ণার থেকে শুরু হয়।padding-box
- ব্যাকগ্রাউন্ড ইমেজটি প্যাডিং এর উপরের বাম কর্ণার থেকে শুরু হয়। এবং এটি ডিফল্ট।content-box
- ব্যাকগ্রাউন্ড ইমেজটি কন্টেন্টের উপরের বাম কর্ণার থেকে শুরু হয়।নিম্নের উদাহরণে আমরা background-origin
প্রোপার্টির ব্যবহার দেখবোঃ
kt_satt_skill_example_id=1868
ব্যাকগ্রাউন্ড প্রোপার্টিটি কতটুকু জায়গা জুড়ে অবস্থান করবে তা সিএসএস(৩) background-clip
প্রোপার্টির মাধ্যমে নির্ধারণ করা হয়।
এই প্রোপার্টির ৩টি ভ্যালু রয়েছে। যথাঃ
border-box
- বর্ডারসহ সম্পূর্ণ কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড থাকবে। এটি ডিফল্ট।padding-box
- প্যাডিংসহ সম্পূর্ণ কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড থাকবে। এক্ষেত্রে বর্ডার অংশে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না।content-box
- শুধুমাত্র কন্টেন্ট বক্সে ব্যাকগ্রাউন্ড থাকবে। এক্ষেত্রে বর্ডার এবং প্যাডিং অংশে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না।নিম্নে background-clip
প্রোপার্টির উদাহরণ দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=1869
Read more