নেটবুক (Netbook): আকারে ছােট অপেক্ষাকৃত ছােট কী-বাের্ড এবং ফ্লিপ-আপ মনিটর সম্বলিত এক প্রকার মােবাইল কম্পিউটার। এরা আকারে ল্যাপটপের চেয়ে ছােট কিন্তু পামটপের চেয়ে বড়।
নেটবুকএরবৈশিষ্ট্য:
নেটবুকের মনিটর এবং কী-বাের্ড আকারে ছােট হয়।
ল্যাপটপের তুলনায় আকারে ছােট হয়।
এদের কোন অপটিক্যাল ডিভাইস থাকে না।
এদের ব্যাটারী ব্যাকআপ ল্যাপটপের চেয়ে বেশি থাকে।
এদের আল্টা লাে পাওয়ার প্রসেসর (ইনটেল এটম এএমডিফিউসন সি এন্ড ই সিরিজ) ব্যবহৃত হয়।