বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসা। নববর্ষ উৎসব উদযাপিত হয় তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এ-উৎসব পালন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে, এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। ফলে পূর্ব বাংলার বাঙালি ফুঁসে উঠেছে। সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে ।
উদ্দীপকের সঙ্গে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের কোন চরিত্রের মিল আছে?