বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। পয়লা বৈশাখের অনুষ্ঠান হালখাতা। এছাড়া বৈশাখী মেলা, ঘোড়দৌড়, আনন্দ আয়োজন, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে।
উদ্দীপক ও 'পয়লা বৈশাখ' প্রবন্ধে নববর্ষে যে যে অনুষ্ঠানের কথা বলা হয়েছে—
i. বৈশাখী মেলা
ii. খেলাধুলা
iii. আনন্দ আয়োজন
নিচের কোনটি সঠিক?