“X” শিক্ষার্থী রাইড ক্যালিপার্সে দেখতে পেলো, ভার্নিয়ার স্কেলের মোট ভাগসংখ্যা 10. প্রধান রেভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যা দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ 15mm, ভার্নিয়ার সমপাতন 4 নির্ণয় করলো। আবার সে স্কু-গল্প দিয়ে গোলকটির ব্যাস 15-44mm বৃত্তকার স্কেলের ভাগসংখ্যা 44 নির্ণয় করলো। স্লাইড ক্যালিপার্স ও ভূ-গঞ্জের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক দ্যুনাঙ্ক।