স্বাধীনদের ক্লাসে শিক্ষক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মানচিত্রে দেখলেন। যা দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত একটি দেশের মাঝামাঝি দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। দেশটির জলবায়ুর উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন ।
হিমি উচ্চ শিক্ষা অর্জনের জন্য দূর প্রাচ্যের শিল্পে সমৃদ্ধ একটি দেশে যেতে আগ্রহী যে দেশটি বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান অধিকার করে আছে।
‘ক’ একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১,০১৫ জন বাস করে। এ দেশের একজন হতদরিদ্র কৃষক রহিম। তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। সে গ্রামে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ৷
জনমিতিক ট্রানজিশনাল মডেলের ‘ক’ ধাপ যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ ইত্যাদি বিদ্যমান। মায়ানমার এই ধাপের একটি দেশ । আবার বাংলাদেশ এই মডেলের ‘খ’ ধাপে রয়েছে যেখানে জনস্বাস্থ্যের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায়।
মিসেস তুরিন যে প্রতিষ্ঠানে চাকরি করে তা ফলপ্রসূ কৃষি সম্প্রসারণ সেবাদানের মাধ্যমে কৃষি যন্ত্র ব্যবহারে আধুনিকায়ন প্রক্রিয়া সম্পাদন করে থাকে।
শফিকের বাবা বিএডিসিতে চাকরি করে বলে তাদের কলেজ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থী শিক্ষা সফলে গিয়েছিল বিএডিসিতে। সেখানে শিক্ষার্থীরা অনেক বিষয়ে জ্ঞান লাভ করল।
দৈনিক পত্রিকা পড়ে হাবিব জানতে পারল বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উত্তর-পূর্ব দিক হতে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ফলে এই সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে এবং শীতের প্রাদুর্ভাব লক্ষ করা যায়।
রইসুল একটি সিমেন্ট কারখানার সহকারী ম্যানেজার। সে তার সহকর্মীদের সঠিকভাবে দিকনির্দেশনা দিয়ে সহজেই কাজ সফল করে আনেন।
সমাজে নারীর অবদান' শীর্ষক একটি আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি বললেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরকে • পেছনে রেখে কখনোই উন্নয়ন সম্ভব নয়।
রূপন্তী সৌভাগ্যবান। সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় সে বেঁচে গিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ হওয়ায় এখন তার পরিবারও সন্তিতে আছে।
আব্দুল মজিদ সাহেব একটি ত্রিমাত্রিক গোলকের সাহায্যে ছাত্রদের বাংলাদেশের অবস্থান বুঝাচ্ছিলেন। তিনি সেখান থেকে বাংলাদেশের মানচিত্র অঙ্কনে অভিক্ষেপের ধারণা দিলেন।
বাংলাদেশে জিআইএস-এর প্রয়োগ বর্তমানে বিস্তৃত হচ্ছে। ১৯৯১ সালে FAP-19 (Flood Action Plan-19) প্রকল্পে সর্বপ্রথম জিআইএস ব্যবহৃত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ ১৯৯৩ সালে একটি বিশেষ ল্যাব চালু করে যেখানে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
Read more