জনাব রাতুল তার চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন । কিন্তু বেশি সময় দেয়া সম্ভব নয় বলে তিনি এ ব্যবসায়টি তার ছোট ভাই সদ্য ডিগ্রী পাস করা পিতুলের কাছে হস্তান্তর করেন। জনাব রাতুল তার চাকুরিস্থলের পাশে নতুন করে একটি স্টেশনারি দোকান দেন। এতে তিনি সফল হন ।
ব্যবসায়ের পরিবর্তনে জনাব রাতুলের কোন গুণটি লক্ষণীয়?