মিনা দ্বাদশ শ্রেণির ছাত্রী । সে রাতে ক্লাসের পড়া শেষ করে পরের দিনের কর্মসূচি ডায়রিতে লিখে রাখে । রুটিন মতো সে কলেজে যায় । মনোযোগ দিয়ে শিক্ষকের পড়া শোনে। বিকেলে বাড়ি ফিরেও পূর্বের রুটিন অনুসারে চলে। এভাবে মিনা সময়মতো প্রতিদিনের পড়া শেষ করে ।
ডায়রিতে লেখা সময় অনুযায়ী কার্য সম্পাদন দ্বারা মিনা-
i. সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে
ii. দ্রুত পরীক্ষা দিতে পারবে
iii. মানসিকভাবে স্বচ্ছন্দ থাকতে পারবে
নিচের কোনটি সঠিক?