নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

সান, মুন ও স্টার যথাক্রমে ১,০০,০০০ ২,০০,০০০ ও ৩,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুর করেন। মুন ব্যবসায় পরিচালনার জন্য মাসিক ২,৫০০ টাকা বেতন পাবে। চুক্তিমতে মূলধনের ওপর ১০% সুদ ধার্য করা হবে। বছর শেষে মুনাফার পরিমাণ ছিল ১,৫০,০০০ টাকা।

উক্ত বছরে মূলধন অনুপাতে মুনাফা বণ্টিত হলে মুন কত টাকা মুনাফা পাবে?

Created: 11 months ago | Updated: 1 month ago
Updated: 1 month ago
Please, contribute to add content.
Content
Promotion