or
Don't have an account? Register
টুটুল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ওপর গবেষণা করার জন্য বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করেন। এই উপাত্তগুলোকে তিনি সহজ ও সরলভাবে উপস্থাপন এবং সুবিন্যস্তভাবে প্রকাশ করেন।
টুটুল যে পদ্ধতিতে উপাত্ত উপস্থাপন করেন তাকে কোন শ্রেণির পরিসংখ্যান বলে
টুটুলের ব্যবহৃত পরিসংখ্যানে যেসব গাণিতিক ব্যবহার দেখা যায়-
i. গড়
ii. মধ্যক
iii. প্রচুরক
নিচের কোনটি সঠিক?
পরিসংখ্যানে গড় কোন চিহ্নকে নির্দেশ করে?
কোন বিচ্যুতির ব্যবহার খুবই সীমিত?
কোনো বণ্টনের সাফল্যাঙ্কগুলো থেকে ঐ বণ্টনের গড়ের বিচ্যুতি যোগ করলে যোগফল কী হয়?
কোনো বণ্টনের কেন্দ্র থেকে সবগুলো সাফল্যাঙ্কের বিচ্যুতির গড়কে কী বলা হয়?
"গড় বিচ্যুতি হলো বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে সকল বিচ্যুতির গাণিতিক গড়”- সংজ্ঞাটি কার ?