কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩ টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ১৯২৬ সালের বেলফোর ঘোষণা এবং ১৯২৯ সালের ইম্পেরিয়াল কনফারেন্স।
জেনে নিই
৪৮টি
৫২টি
৫৫টি
৫৬টি
পূর্ণরূপ - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation,
পূর্ব নাম - BIST-EC (Bangladesh-India-Sri Lanka-Thailand Economic Cooperation),
প্রতিষ্ঠা - ৬ জুন, ১৯৯৭ সালে,
সদর দপ্তর - ঢাকা, বাংলাদেশ,
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৪টি
বর্তমান সদস্য দেশ - ৭টি,
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নে। ১৯৯৪ সালের ১ জানুয়ারি ইউরোপীয় অর্থনৈতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ১৯৯৯ সালে ইউরোপীয় মুদ্রার প্রবর্তন ইউরোপে ইউনিয়ন আর্থিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। ১৯৯০ সালে বলকান অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হলে ইইউ "সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তানীতি" প্রণয়ন করে। ইউরোপীয় সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই অন্যা দেশগুলোতে যাতায়াত করতে পারে।
জেনে নিই
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য ২৮টি |
---|
১. জার্মানি
২. মাল্টা
৩. সাইপ্রাস
৪. হাঙ্গেরি
৫. অস্ট্রিয়া
৬. আয়ারল্যান্ড
৭. বেলজিয়াম
৮. ফিনল্যান্ড
৯. সুইডেন
১০. নেদারল্যান্ডস
১১. ইতালি
১২. ডেনমার্ক
১৩. পোল্যান্ড
১৪. লুক্সেমবার্গ
১৫. স্পেন
১৬. পর্তুগাল
১৭. স্লোভেনিয়া
১৮. বুলগেরিয়া
১৯. ক্রোয়েশিয়া
২০. স্লোভাকিয়া
২১. লাটভিয়া
২২. লিথুনিয়া
২৩. রোমানিয়া
২৪. এস্তোনিয়া
২৫. চেকপ্রজাতন্ত্র
২৬. গ্রীস
২৭. ফ্রান্স
Eurozone: ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। এর সদস্য-১৯টি। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে লিথুনিয়া (১ জানুয়ারি ২০১৫)। কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা করবে না- ডেনমার্ক ও সুইডেন। ২০২৩ সালে ইউরোজোনে যোগ দিবে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।
চুক্তিসমূহঃ
রোম চুক্তি (Rome Treaty)- 1957, উদ্দেশ্য- European Economic Community (EEC) প্রতিষ্ঠা ।
শেনঝেন চুক্তি (Shengen Treaty)- 1985, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশ। ফলটিইটি
ম্যাসট্রিচট চুক্তি (Mastricht Treaty)- 1992, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে মূল সংবিধান হলো ম্যাসট্রিচট চুক্তি।
এই চুক্তির ফল-
EEC থেকে EU হয় : ১ নভেম্বর, ১৯৯৩
Euro মুদ্রা চালু হয়: ১ জানুয়ারী, ১৯৯৯
লিসবন চুক্তি (Lasbon Treaty) - 2007, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়ন সংস্কার।
জেনে নিই
Thailand
Panama
Chile
Mexico
G-7 (Group of 7) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংঘ। এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার | সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়া হলে জোট আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ জোট নামে আগের পরিচিতি ফিরে পায়।
জেনে নিই
চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ (Quadrilateral Security Dialogue) বা সংক্ষেপে কোয়াড হল একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম। কোয়াডের সদস্য দেশ মোট চারটি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হল একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো- প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা এবং চীনের নয়া প্রভাবকে প্রতিহত করা ।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO- North Atlantic Treaty Organization) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩১ টি। যার সর্বশেষ সদস্য ফিনল্যান্ড(৪ এপ্রিল, ২০২৩ সালে)। সংস্থাটির বর্তমান মহাপরিচালক জেনস স্টলটেনবার্গ। উল্লেখ্য, ন্যাটোর বিপরীতে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক সংগঠন Warsaw Pat (বর্তমানে বিলুপ্ত)।
ন্যাটোর সদস্য সংখ্যা- ৩১ | |
---|---|
১২ টি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য |
|
অন্যান্য |
|
জেনে নিই
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ওআইসি আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ এ ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মরক্কোর বাবাতে মুসলিম জোট গড়ে উঠে। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ। সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর হিসেবে এবং 'আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে।
জেনে নিই
কমনওয়েলথ কি?
কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। সর্বশেষ সদস্য টোগো। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত।
আসিয়ান ১০টি সদস্য
ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্য
স্থান | অবস্থান | ক্ষেত্র |
---|---|---|
ষাট গম্বুজ মসজিদ (১৯৮৫) | বাগেরহাট | স্থাপত্য |
সোমপুর বিহার (১৯৮৫) | পাহাড়পুর, নওগাঁ | স্থাপত্য |
সুন্দরবন (১৯৯৭) | খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা। |
|
উল্লেখ্য যে, বাউল গান, জামদানি শাড়ি, মোঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, নওগাঁর নিকেতন নৃত্য ইত্যাদি স্পর্শকাতর সংস্কৃতির তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ওআইসি আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ এ ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মরক্কোর বাবাতে মুসলিম জোট গড়ে উঠে। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ। সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর হিসেবে এবং 'আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে।
জেনে নিই
Read more