মেইনফ্রেম কম্পিউটার: মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো ছোট কম্পিউটার যুক্ত করেএক সঙ্গে অনেকে কাজ করতে পারে। জটিল বৈজ্ঞানিক গবেষণা, উচ্চস্তরেরপ্রযুক্তিগত বিশ্লেষণ, বৃহৎ প্রতিষ্ঠানেরশৈল্পিক ব্যবহারে এটা কাজে লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে এ 5 ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে । CYBER-170, IBM-4300 এ ধরনের কম্পিউটার।