উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

মি. অরূপের লেখা বইয়ের দুটি অধ্যায় তার অনুমতি ব্যতীত অন্য একটি গাইড বইতে হুবহু তুলে দেয়া হয়েছে। মি. অরূপ বললেন, তার এমন পদক্ষেপ গ্রহণ করা আছে যার সাহায্যে গাইড বইটির লেখককে তিনি শাস্তির ব্যবস্থাও করতে পারেন। তবে তিনি এক্ষেত্রে দেওয়ানি | আদালতের সাহায্য নিবেন বলে জানালেন।

উদ্দীপকে বর্ণিত জনাব অরূপের দেওয়ানি আদালতের সাহায্য নেয়ার কারণ হলো- 

i. তার আইনি অধিকার 

ii. গাইড বই লেখকের শাস্তির বিধান করা 

iii. গাইড বইটি নিষিদ্ধ করা 

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Promotion