জব ০৫ঃ লেয়ার খামারে টিকাদান পদ্ধতি

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জব ০৫ঃ লেয়ার খামারে টিকাদান পদ্ধতি

পারদর্শিতার মানদণ্ডঃ

  • টিকাদান সূচি সংগ্রহ করা 
  • প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাচামালের তালিকা তৈরি করা 
  • তালিকা মোতাবেক যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করা
  • টিকাদানের জন্য প্রস্ততিমূলক কার্যক্রম গ্রহণ করা 
  • টিকা প্রদান সম্পন্ন করা 
  • টিকাদান পরবর্তী ধকল প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

(খ) প্রয়োজনীয় মালামাল ( Raw Materials)

 

(গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(ঘ) কাজের ধারাঃ

১. প্রথমে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করো। 

২. তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি যথানিয়মে পরিধান করো। 

৩. টিকা প্রদানের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে নাও । 

৪. বিশ্বস্ত উৎস হতে টিকাবীজ সংগ্রহ করি। 

৫. সূচি মোতাবেক সুস্থ বাচ্চার শেষে যাও। 

৬. টিকা প্রদানের সময় হলে দিনের ঠান্ডা অংশে (সকাল বা সন্ধ্যা) হারাযুক্ত স্থানে টিকাবীজ প্রস্তুতকারীর নির্দেশ মোতাবেক ডায়লুয়েন্ট বা পাতিত পানির সাথে মিশ্রিত করো। 

৭. এরপর বাচ্চা/মুরগিকে সঠিক ভাবে ধরে আরতে আন ও নিম্নলিখিত ভাবে টিকা প্রদান করো।

 

৭. বিসিআরডিভি টিকা প্রদান

 

৭.২ আরডিভি টিকা প্রদান

 

৭.৩ গামবোরো রোগের টিকা প্রদান:

 

৭.৪ ফাউল পক্স রোগের টিকা প্রদান:

 

৭.৫ ফাউল কলেরা রোগের টিকা প্রদান

৮. টিকাদানকৃত বাচ্চাকে পৃথক রাখ। 

৯. পরমকালে ১ঘন্টা ও শীতকালে ২ঘন্টার মধ্যে টিকাদান শেষ করো। 

১০. অবশিষ্ট টিকা ও তায়াল মাটিতে পুতে ফেল।

১১. পুনর্ব্যবহারযোগ্য বস্ত্রপাতি জীবাণুযুক্ত করে সংরক্ষণ করো।

 

সতর্কতাঃ

  • নির্দিষ্ট মাত্র বেশি/কম কোনো টিকা প্রদান করা যাবে না। 
  • দিনের ঠান্ডা অংশে এবং বড় খামারের ক্ষেত্রে রাতে টিকাদান সম্পন্ন করতে হবে। 
  • অবশিষ্ট টিকা ও অয়াল মাটিতে পুঁতে ফেলতে হবে।

ব্যবহারিক শেষে কাজ

  • ভাইরাল টিকা কত তাপমাত্রায় সংরক্ষন করবে তার একটি তালিকা তৈরী করা। 
  • টিকা প্রদানের পূর্বে বিবেচ্য বিষয়গুলোর তালিকা তৈরী করা

 

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion