লেদ মেশিন (ষড়দশ অধ্যায়)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

লেদ মেশিন এমন এক প্রকার মেশিন টুলস যা অপর একটি লেদ মেশিন তৈরি করতে যতগুলো অপারেশন প্রয়োজন হয়, তার সবই এ মেশিনে করতে পারে। এ অধ্যায় লেদ মেশিনের পরিচিতি, লেদ মেশিনের বিভিন্ন অংশসমূহ অবহিতকরণ, লেদ মেশিনের সাহায্যে টার্নিং, ফেসিং এবং লানিং করা ও লেদ মেশিন চালনার করার সাবধানতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

common.content_added_by

লেদ মেশিনের পরিচিতি (Contact lathe machine) (১৬.১)

লেদ মেশিন (Lathe Machine ) : 
লেদ মেশিন হচ্ছে এমন এক প্রকার মেশিন টুলস যার দ্বারা একটা (Single point) বাটালির সাহায্যে ঘুরন্ত বস্তুকে কেটে বেলনাকৃতি (Cylindrical), মোচাকৃতি (Conical) বর্গাকৃতি (Square) এবং চেপ্টা (Flat) আকৃতি প্রদান করা হয় । মূলত লেদ মেশিন টার্নিং কাজেই বেশি ব্যবহৃত হয় ।

লেদ মেশিন প্রথম উদ্ভাবিত হয় প্রধানত শ্যাফট বোল্ট, পিন, গিয়ার ব্লাঙ্ক, ইত্যাদি উৎপাদন করার উদ্দেশ্যে । ক্রমে এর উন্নতি সাধন করে এবং প্রয়োজনমতো কিছু অতিরিক্ত যন্ত্রাংশ ও প্রযুক্তি সংযোজন করে অনেক বেশি ও ব্যাপক কার্যক্রম সম্ভব হয়। এতে পুলি, প্যাঁচ কাটা, ছিদ্রকরা, বোরিং, রিমিং, ট্যাপিং, নার্লিং, গ্রাইন্ডিং, ফিনিশিং এবং বেশ কিছু মিলিং অপারেশনের কাজও সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়। বস্তুত লেদ মেশিন এমন একটা মেশিন টুল বা অপর একটা লেদ মেশিন তৈরি করতে যতগুলো অপারেশন প্রয়োজন, তার সবই করতে পারে। আর এ জন্যই লেদ মেশিনকে সকল মেশিন টুলসের উৎস বা Father of all Machine tools বলে।

লেদ মেশিনের প্রকারভেদ (Types of lathe machine) : 
লেদ মেশিনের প্রধানত দুই প্রকার যেমন- 
১। হস্তচালিত লেদ মেশিন ও 
২। শক্তিচালিত লেদ মেশিন । 

কাজের উপর ভিত্তি করে
হস্তচালিত লেদ মেশিন বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন- 
১। হ্যান্ড লেদ মেশিন 
২। উড় ওয়ার্ক লেদ মেশিন 
৩। পলিশি লেদ মেশিন ও 
৪। প্যাটার্ন লেদ মেশিন 

কাজের উপর ভিত্তি করে শক্তি চালিত লেদ মেশিনও বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন- 
ক. বেঞ্চ লেদ 
খ. সেন্টার লেদ 
গ. মেটাল টার্নিং লেদ 
ঘ. স্পিড লেদ ড. টুল রুম লেদ
চ. প্রিসিশন লেদ 
ছ. টারেট বা ক্যাপস্টেন লেদ
জ. নিউমেরিক্যাল কন্ট্রোলড লেদ (NC lathe ) 
ঝ. কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোলড লেদ (CNC Jathe) 

হস্তচালিত লেদ মেশিনের কাজ (Hand driven lathe machine work) : 
হস্তচালিত লেদ মেশিন ক্ষুদ্র শিল্পকারখানায় সাধারণ কাজে ব্যবহৃত হয়। এই লেদ মেশিন অসুস্থ মাপেরও অমসৃণ কাজে, বিশেষ করে নরম বস্তুর মেশিনিং কাজে ব্যবহৃত হয়। এই মেশিনের হাতের সাহায্যে শক্তি উৎপাদন করে। কাজ করা হয় । ফ্লাট ফাইলের কাঠের হাতল এ মেশিনে তৈরি করা হয় । 

শক্তিচালিত লেদ মেশিনে কাজ (Power driven lathe machine work) : 
বৃহৎ উৎপাদন কাজে এবং ধাতব বস্তু মেশিনিং করার জন্য শক্তিচালিত লেদ মেশিন যেমন বৈদ্যুতিক শক্তি (মোটর), ও যান্ত্রিক শক্তি (অন্তদহ ইঞ্জিন) ব্যবহৃত হয় যেখানে বিদ্যুৎ সুবিধা নেই সেখানে অন্তসহ ইঞ্জিন চালিত লেদ মেশিন ব্যবহৃত হয়। আর এই কারণেই লেদ মেশিনকে ইঞ্জিন লেদ বলা হয়। সাধারণত ভারী, ধাতব বস্তুর মেশিনিং কাজে এবং সূক্ষ্ম ও ফিনিশিং কাজে শক্তিচালিত লেদ মেশিন ব্যবহৃত হয়। প্রায় প্রত্যেকটি কল-কারখানা ও ওয়ার্কশপে এই শ্রেণির লেদ মেশিন জনপ্রিয় । বর্তমান উন্নত প্রযুক্তির যুগে বহুল উৎপাদনের ক্ষেত্রে অতি সূক্ষ্ম ও সঠিক মাপের এই প্রকার বা নমুনার যন্ত্রাংশ বহুল পরিমাণে স্বল্প সময়ে উৎপাদন করার জন্য অত্যাধুনিক লেদ মেশিন ব্যবহার করা হয় য়া NC (Neumerical Control) লেদ মেশিন নামে পরিচিত। 

কুল্যান্ট (Coolant) : 
কাটিং টুলস দ্বারা কার্যবস্তুতে কর্তন (Cutting) বা ঘর্ষণ (Grinding ) কাজের সময় কাটিং টুল ও কার্যবস্তুর মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্ট তাপকে কমিয়ে কাটিং টুলস এবং কার্যবস্তুকে ঠান্ডা করার প্রয়োজনে যে শীতল প্রবাহী ব্যবহার করা হয়, তাকে কুল্যান্ট বা শীতল প্রবাহী বলে । ক্ষেত্র বিশেষে তিন প্রকার কুল্যান্ট পাওয়া যায় । 
১. নিরেট বা সলিড (Solid) কুল্যান্ট, যেমন গ্রাফিইট পাউডার 
২. তরল (Liquid) কুল্যান্ট, কাটিং অয়েল 
৩. গ্যাসীয় (Gasious) কুল্যান্ট, কার্বনডাই অক্সাইড গ্যাস। 

কুল্যান্ট এর কাজ বা ব্যবহার (The use of coolant ):
 ১. কুল্যান্ট ধাতুখন্ডের পৃষ্ঠতল তৈলাক্ততা করে, এতে কাটিং টুল অপেক্ষাকৃত কম তাপে ধাতুকে কর্তন করে 'ও টুল লাইফ বৃদ্ধি করে। 
২. কাটিং অপারেশন সৃষ্টি চিপ্‌সসমূহ কাটিং টুলের ধারে লেগে যায়। কাটিং টুলের কাটিং এজ পরিষ্কার রাখার জন্য কুলান্ট ব্যবহৃত হয় । 
৩. কাটিং ও মেশিনিং অপারেশনের ফলে কার্যবস্তুর পৃষ্ঠতল মসৃণ করতে কুলান্ট ব্যবহৃত হয়। 
৪. কাটিং টুলস এর শক্তিতা ( Hardening) ও টেম্পারিং গুণাবলি অক্ষুন্ন রাখর জন্য এবং কাটিং এজ এর স্থায়িত্ব বাড়াতে কুলান্ট ব্যবহৃত হয় । 
৫. কাটিং ও মেশিনিংকালে কাটিং টুল ও কার্যবস্তুর মধ্যে ঘর্ষণজনিত বাধা কমিয়ে অধিক ঘূর্ণনগতি পাওয়ার জন্য কুল্যান্ট ব্যবহৃত হয়। 
৬. কাটিং টুল যত বেশি গরম হবে, তত তাড়াতাড়ি এটার ক্ষয় হবে। অত্যধিক গরম হয়ে কাটিং টুলের হার্ডনেস অক্ষুন্ন রেখে কাজ করতে কুল্যান্ট ব্যবহৃত হয়।

common.content_added_and_updated_by

লেদ মেশিনের বিভিন্ন অংশের নাম (Different parts of the lathe machine) (১৬.২)

একটি প্রডাকশন লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহের নাম নিচে প্রদত্ত হল : 
১. বেড (Bed) 
২. হেড স্টক (Head Stock) 
ক. অলগীয়ার 'টাইপ (All gear type) 
খ. কোনো পুশি টাইপ (Cone pully type) 
৩. টেইল স্টক (Tail Stock ) 
৪. ক্যারেজ (Carriage) 
ক. স্যাডল (Saddle) 
খ. অ্যাপ্রোন (Apron ) 
গ. ক্রস স্লাইড (Cross Slide ) 
ঘ. কম্পাউন্ড স্লাইড (Compound Slide 
ঙ. টুল পোস্ট (Tool Post ) 
৫. লিড স্ক্রু (Lead Screw) ইত্যাদি। 
৬. কুইক চেঞ্জ গিয়ার বক্স (Quick Change Gear Box ) 
৭. ড্রিল চাক 
৮. কম্পাউন্ড রেস্ট
 ৯. ফিড শ্যাফট

common.content_added_by

লেদ মেশিনেরকার্য পদ্ধতি (Lathe machine procedure) (১৬.৩)

লেদ মেশিন দিয়ে টানিং, ফেসিং ও লার্নিংসমূহ কীভাবে কর্তন করতে হয় তার কার্যকৌশল নিম্নরূপ- 

টার্নিং (Turning) : 
লেদ মেশিনে ঘুরস্ত বেলাকৃতি ওয়ার্কপিসের পৃষ্ঠতল থেকে অনাকাঙ্খিত ম্যাটেরিয়াল কাটিং অথবা কাটিং টুলের সাহায্যে অপসারণ করে কাম্য আকৃতি প্রদান করাকেই টার্নিং অথবা কুন্দন বলে। অর্থাৎ টার্নিং এর কাজ হলো কুন্দন কাজের সাহায্যে বেলুনাকৃতি ভরাকশিসের ব্যাস ক্রমান্বয়ে হ্রাস করা। টার্নিং ৩ প্রকার। 
১. প্লেইন টার্নিং 
২. স্টেপ টার্নিং 
৩. ট্যাপার টার্নিং । 

ট্যাপার টার্নিং (Turaing tapper)
 কোনো সমতল বা বেলনাকৃতি বস্তুর গ্রন্থ বা ব্যাস কোনো নির্দিষ্ট বিন্দু হতে সমহারে বাড়ে বা কমে তখন ঐ বস্তুকে ট্যাপার (Taper) বস্তু বলে। ট্যাপার এর মাপ ধরা হয় বড় ব্যাস, ছোট ব্যাগ, ট্যাপার দৈর্ঘ্য এবং ট্যাপার কোণ। লেদ মেশিনের সাহায্যে চারটি পদ্ধতিতে ট্যাপার টার্নিং করা যায় : 
১. কম্পাউন্ড রেস্ট সুইভেনিং পদ্ধতি 
২. টেল স্টক অফসেট পদ্ধতি 
৩. ট্যাপার অ্যাটাচমেন্টের সাহায্যে 
৪. ফর্ম টুলের সাহায্যে 

১। কম্পাউন্ট রেস্ট পদ্ধতি (Rest methods Compound) 
প্রথমে অন্যকে ফেসিং করে চাকে বাঁধতে হবে। অপর প্রাপ্ত টেইল স্টকে যারা সঠিকভাবে সাপোর্ট দিতে হবে। সূত্রের সাহায্যে ট্যাপার কোণ বের করতে হবে। এখন কম্পাউন্ড রেস্টের সুইভেল বেইলের নটি দুটি ঢিলা করে সূত্রে প্রাপ্ত কোণ যত ডিগ্রি তা অ্যাডজাস্ট করে আবার নাট দুটি টাইট দিতে হবে। এরপর কম্পাউন্ড রেস্ট হ্যান্ড হুইল দিয়ে কম্পাউন্ড রেস্ট স্লাইডকে চালনা করে ট্যাপার কাটার জন্য কাজ সম্পন্ন করতে হবে। এ পদ্ধতিতে বেশি লম্বা জবের উপর ট্যাপার কাটা যায় না। রেন্ট স্লাইড যতটুকু দৈর্ঘ্যে যাতায়াত করতে পারে ততটুকু দৈর্ঘ্য পর্যন্ত ট্যাপার কাটা যায় ।

৩। ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট এর সাহায্যে 
ট্যাপার টার্নিং ও বোরিং উভয়ই নিখুত ভাবে করা যায়। এ পদ্ধতিতে টেইল স্টক সরানোর কোন প্রয়োজন হয় না। ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে প্রায় ১২° পর্যন্ত ট্যাপার কাটা যায়। অ্যাটাচমেন্টের প্রধান অংশগুলো হলো গাইড রেইল, গাইড ব্লক এবং ব্রাকেট । গাইড ক্রেইনকে ফ্রেমের কেন্দ্র বিন্দুতে দুই পার্থেই সেট করা যায় ।

ফেসিং প্রক্রিয়া (Facing process) 
ওয়ার্কপিসের প্রাপ্তকে এর অক্ষের সাথে সমকোণে সমান করার মেশিনিং পদ্ধতি হলো ফেইস কাটিং। চাকে লাইভ ও ডেড সেন্টারের মাৰে, ফেস প্লেট, কলেটে বাধা অবস্থায় অথবা টেডি রেস্ট দ্বারা সাপোর্ট দেওরা অবস্থার ফেসিং করা হয়। ফেসিং করার উদ্দেশ্য হলো ওয়ার্কপিসের প্রান্তিক অক্ষের সাথে করার, সমকোণে আনা, মসৃপ করা এবং এর দৈর্ঘ্যকে সঠিক মাপে আনা, সেটার লেসে ফেসিং করার সময় অবশ্যই কাটিং টুল এর কাটিং এজ ডেড সেন্টারের সেন্টার একই উচ্চতায় অবস্থান করবে।

১। ফেসিং (Facing) 
ওয়ার্কপিসের প্রাপ্তকে এর অক্ষের সাহিত সমকোণে সমান করার মেশিনিং পদ্ধতি হলো ফেস কাটিং বা ফেসিং। চাকে উভয় সেন্টারের মাঝে, ফেসপ্লেট, কলেটে বাঁধা অবস্থায় অথবা স্টেডি রেস্ট দ্বারা সাপোর্ট দেওয়া অবস্থায় ফেসিং কর হয় । ফেসিং করার উদ্দেশ্য হলো ওয়ার্কপিসের প্রাপ্তকে এর অক্ষের সাথে স্কয়ার ও মসৃণ করা এবং এর দৈর্ঘ্যকে সঠিক মাপে আনা। দুটি পদ্ধতিতে ফেসিং করা হয়। ওয়ার্কপিসের কেন্দ্র হতে ভেতরের দিকে এবং বাহির হতে কেন্দ্রের দিকে। কেন্দ্র হতে বাইরের দিকে ফেসিং করা অধিক মসৃণ হয়, কিন্তু এ নিয়মে ফেসিং করা কঠিন, কারণ কাটিং টুল সরে যায়। বাহির হতে কেন্দ্রের দিকে ফেসিং করা অধিক সুবিধাজনক এবং এতে হেভি কাট দেওয়া যায় ।

নার্সিং পরার পদ্ধতি (Process gets knurling) 
কোনো বেদাকৃতি দিয়েট বা ফাঁকা বস্তুর পায়ে খরার সুবিধার্থে লেদ মেশিনের সাহায্যে যে বিশেষ ধরনের খাঁজ কাটা হয় তাকে নার্সিং বলে। 

মার্নিং হলো সিলিন্ড্রিক্যাল ওয়ার্কাপিসের সারফেসে খাঁজ তৈরি করার পদ্ধতি। নার্সিং কাটিং অপারেশন নয়। এটি এমবোলিং পদ্ধতি যখন হুরন্ত ওয়ার্কপিলের সারফেসের মধ্যে নার্সিং রোলস (টুল) হুইল চেপে ধরা হয়। স্থান মাটিরিয়াল ব্যসার্ধ বরাবর নার্সিং রোলের দাঁতের ফাঁকে সরে যায়। এ কারণে নার্সিং এর বাইরের ব্যাস আদি বাস হতে বৃহত্তর হওয়া উচিত। ফু হেড, নাট, হ্যাভেল, পানস, ফাইবার ইত্যাদি ধরার সুবিধার্থে এবং ক্ষেত্রবিশেষে কোনো শ্যাফট এর ব্যাস সামান্য বৃদ্ধি করার জন্য নার্সিং করা হয়।

common.content_added_by

লেদ মেশিনে কাজ করার সাবধানতা বা সর্তকতা (Lathe machine to caution or warning) (১৬.৪)

১. চাদর, মাফলার, পাঞ্জাবি, নেকটাই ইত্যাদি টিলা পোশাক পরিহার করা উচিত। 
২. লেদে কাজ করার সময় সেফটি গগলস্ পরিধান করা উচিত। 
৩. শক্ত তলা বিশিষ্ট জুতা পরিধান করা উচিত। 
৪. অ্যাপ্রোন পরিধান করা উচিত। 
৫. লেদ মেশিন পরিষ্কার পরিহা রাখা ও নিয়মিত তেল প্রদান করা উচিত। 
৬. গার্ডসমূহ যথাস্থানে লাগিয়ে রাখা উচিত। 
৭. চাক পরিবর্তন করার সময় যাতে পরে না যায় তজ্জন্য সতর্ক থাকা উচিত। 
৮. ত্রুটিপূর্ণ মেশিন সইচ পরিহার করা উচিত । 
৯. ওয়ার্কপিস ও টুল উত্তমরুপে টাইট দেওয়া উচিত। 
১০. ঢাকা টাইট দেওয়ায় পর চাক কী সরিয়ে নিরাপদ স্থানে রাখা উচিত । 
১১. হেডস্টকের উপর যন্ত্রপাতি রাখা উচিত নয় । 
১২. ওয়ার্কপিস দৃঢ়ভাবে বেঁধে হাই স্পিডে লেদ চালানো উচিত। 
১৩. চালু অবস্থায় স্পীড পরিবর্তন করা উচিত নয় । 
১৪. চাক কী হ্যান্ডল বা অন্য কোনো লিভার হাতুড়ির আঘাতে টাইট দেওয়া উচিত নয় । 
১৫. লেদ সম্পূর্ণভাবে স্থির হবার পূর্বে হাতে চাক স্থির করার চেষ্টা করা উচিত নয় । 
১৬. লেপে ফাইলিং করার জন্য বাম হাতে ফাইল ধরা উচিত। 
১৭. বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মেশিন সুইচ অফ করা উচিত। 
১৮. কাজের শেষে মেইন সুইচ অফ করা উচিত । 
১৯. কাজের প্রতি যত্নবান ও মনোযোগী হওয়া উচিত।

common.content_added_by

প্রশ্নমালা - ১৬

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. কুল্যান্ট কী ? 
২. লেদ মেশিন কী ? 
৩. টার্নিং কী ? 
৪. ট্যাপার টার্নিং কী ? 
৫. লেদ মেশিন কাজ লিখ। 
৬. লেদ মেশিনের প্রকারভেদসমূহ উল্লেখ কর । 
৭. হস্তচালিত লেদ মেশিন ও শক্তিচালিত লেদ মেশিনের সংক্ষিপ্ত বর্ণনা দাও? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. লেদ মেশিন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 
২. লেদ মেশিনের প্রকারভেদ সমূহ উল্লেখ কর । 
৩. টার্নিং কতপ্রকার ও কী কী ? 
৪. ট্যাপার টার্নিং পদ্ধতি কত প্রকার ও কী কী ? 
৫. হস্ত চালিত লেদ মেশিনের কাজ উল্লেখ কর । 
৬. শক্তি চালিত লেদ মেশিনে কাজ উল্লেখ কর । 
৭. কুল্যান্ট কত প্রকার ও কী কী ? 
৮. ফেসিং কাকে বলে ? 
৯. নারলিং কাকে বলে ? 
১০. লেদ মেশিনের বিভিন্ন অংশ নাম বা গঠন প্রণালী উল্লেখ কর । 

রচনামূলক প্রশ্ন 

১. ট্যাপার টার্নিং পদ্ধতিসমূহের কার্যপ্রণালি বর্ণানা কর । 
২. ফেসিং করার কার্যপ্রণালী বর্ণনা কর । 
৩. নারলিং করার প্রণালী বর্ণনা কর । 
8. লে কুল্যান্ট এর কাজ বা ব্যবহার?
৫. লেদ মেশিনে কাজ করার সাধারণ বা সতর্কতাসমূহ উল্লেখ কর।

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion